মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়টি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে অবস্থিত। ১৯৯৩ সালে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এবং তৎকালীন মধুখালী উপজেলার চেয়ারম্যান ও বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব মাহমুদুন নবী সাহেবের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং তার নামেই বিদ্যালয়ের নামকরন “মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়”। বিদ্যালয়টি প্রথম থেকেই ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জে.এস.সি পরীক্ষা, এস.এস.সি পরীক্ষায় শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফলসহ অন্যান্য ক্ষেত্রে আশানুরূপ সাফল্য দেখিয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেক শিক্ষার্থী পরবর্তীতে নিজেদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে প্রতিষ্ঠিত করেছে। বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার অগ্রযাত্রায় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।